শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | জামশেদপুরের পর চেন্নাই, পরপর দু'ম্যাচে পয়েন্ট খোয়াল মোহনবাগান

Sampurna Chakraborty | ২১ জানুয়ারী ২০২৫ ২১ : ৩৫Sampurna Chakraborty


মোহনবাগান - ০

চেন্নাইন এফসি - ০

আজকাল ওয়েবডেস্ক: জামশেদপুরের পর চেন্নাই। পরপর দুই ম্যাচে আটকে গেল সবুজ মেরুন। মঙ্গলবার মেরিনা এরিনায় মোহনবাগান-চেন্নাইন এফসি ম্যাচ গোলশূন্য শেষ হয়। যার ফলে শেষ দু'ম্যাচে চার পয়েন্ট নষ্ট করল কলকাতার প্রধান। ১৭ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৩৭। দ্বিতীয় স্থানে থাকা গোয়ার সঙ্গে পয়েন্টের পার্থক্য ছয়। যদিও এক ম্যাচ কম খেলেছে মানোলো মার্কুয়েজের দল। শেষ দুটো ম্যাচ জিততে পারলে ধরাছোঁয়ার বাইরে চলে যেত বাগান। কিন্তু জোড়া ড্রয়ে জমে গেল লিগ। গুরুত্ব বাড়ল মোহনবাগান-বেঙ্গালুরু ম্যাচের। মঙ্গল সন্ধেয় গ্যালারিতে বসে দলের ড্র দেখলেন অভিষেক বচ্চন। ঘরের মাঠে এক গোলে জিতেছিল মোহনবাগান। কিন্তু এদিন চেন্নাইয়ের ডেরায় তাঁদের রক্ষণ ভাঙতে ব্যর্থ। অনবদ্য ইরফান। স্টুয়ার্টকে একাই সামলান চেন্নাইয়ের লেফট ব্যাক। ম্যাচের সেরাও তিনি। দুই দলের মধ্যে বাগান এগিয়ে থাকলেও, শেষদিকে যে সুযোগ পেয়েছিল চেন্নাই, রেজাল্ট তাঁদের পক্ষেও যেতে পারত। 

জামশেদপুর ম্যাচে একাধিক গোলের সুযোগ নষ্ট করেন জেমি ম্যাকলারেন এবং লিস্টন কোলাসো। তার শাস্তিস্বরূপ দু'জনেই প্রথম একাদশ থেকে বাদ পড়েন। ব্যাক ফোর এক রেখে, বাকি দলে একাধিক পরিবর্তন আনেন হোসে মোলিনা। ম্যাকলারেন, কামিন্সের জায়গায় শুরু করেন গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতোস। ফরমেশন যদিও একই রাখেন। সুহেল ভাটকে সামনে রেখে ৪-২-৩-১ ফরমেশনেই দল সাজান। তবে বেশ কয়েকজনের পজিশন বদলে দেন। তাসত্ত্বেও প্রথমার্ধে অনেক বেশি আধিপত্য ছিল বাগানের। সিংহভাগ বল পজেশনও কলকাতার প্রধানের ছিল। মাঝমাঠে দু'দিকে স্টুয়ার্ট এবং দিমি। প্রথম ৪৫ মিনিট রক্ষণাত্মক ফুটবল খেলে চেন্নাই। তুলনায় অনেক বেশি কার্যকরী ফুটবল সবুজ মেরুনের। মূলত ডানদিক থেকে আক্রমণে উঠছিল বাগান। কার্ড দেখায় বেঞ্চে ছিলেন না ওয়েন কয়েল। দায়িত্বে ছিলেন ডেপুটি নোয়েল উইলসন। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। স্টুয়ার্টের সঙ্গে ডাকটিকিটের মতো সেঁটে দেওয়া হয় ইরফানকে। 

ম্যাচের ১৫ মিনিটে বাগানের প্রথম সুযোগ। দীপক টাংরির শট তালুবন্দি করে চেন্নাইয়ের কিপার মহম্মদ নওয়াজ। তার কিছুক্ষণ পরে স্টুয়ার্টের থেকে বল পেয়ে বাইরে মারেন আশিস রাই। স্টুয়ার্টের সঙ্গে এখনও বোঝাপড়া তৈরি হয়নি সুহেলের। তাই স্কটিশ স্ট্রাইকারের পাস বুঝতে একটু অসুবিধা হয় তরুণ স্ট্রাইকারের। তবে ম্যাচের ৪২ মিনিটে একক প্রচেষ্টায় চেষ্টা করেন সুহেল। বল রিসিভ করে গোলের লক্ষ্যে শট নেন। কিন্তু তাঁর ডান পায়ের শট বাইরে যায়। ব্যাকফুটে থাকলেও গোলের দুটো পজিটিভ সুযোগ পায় চেন্নাই। উইলমার জর্ডন বল পেলে বিপজ্জনক দেখাচ্ছিল। ম্যাচের ২১ মিনিটে বাগানের বক্সে ঢুকে পড়েন জর্ডন। কোনওক্রমে ব্লক করেন অ্যালড্রেড। ম্যাচের ৩৫ মিনিটে জর্ডানের বাঁ পায়ের শট পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোলের পজিটিভ সুযোগ পায়নি। দুই দলের রক্ষণের প্রশংসা করতেই হবে। প্রান্ত বদলে বাঁ দিকে চলে যান স্টুয়ার্ট। যদিও গোটা মাঠ জুড়ে খেলেন। তবে আরও একবার হতাশ করলেন পেত্রাতোস।‌ তাঁকে আগেই তুলে নিতে পারতেন মোলিনা। ৭০ মিনিটে জোড়া পরিবর্তন। নামান মনবীর, লিস্টনকে।‌ ম্যাচের ৭৭ মিনিটে পেত্রাতোসের পরিবর্তে ম্যাকলারেনকে নামান মোলিনা। এই বদলগুলো আরও একটু আগে করতে পারতেন বাগান কোচ। শেষদিকে চাপ সৃষ্টি করে চেন্নাই। এডওয়ার্ডের হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পুরোনো দলের বিরুদ্ধে চেন্নাইয়ের জার্সিতে অভিষেক হয় প্রীতম কোটালের। রক্ষণে ভরসা দেন বঙ্গতনয়। 


Mohun BaganChennayin FCIndian Super League

নানান খবর

নানান খবর

আর দু’‌বছর পরই কোচিং জীবন থেকে বিদায়?‌ গুয়ার্দিওলা জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

নীরজ চোপড়া ক্লাসিক নাকি বড়সড় কনসার্ট! টিকিটের দাম শুনলে চোখ কপালে উঠবে

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও

কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ

ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ

এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?

সোশ্যাল মিডিয়া